নীলফামারীতে বন্যার্তদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

 


 মোঃ ফেরদৌসকিবরিয়া (নয়ন) ডিমলা ও  নীলফামারী প্রতিনিধিঃ-

 নীলফামারীর ডিমলা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা বিএনপি। ২ অক্টোবর বুধবার উপজেলার দক্ষিণ খড়িবাড়ি কোদালধোয়া চৌপথি তেলিরবাজারে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর প্রতি প্যাকেটে চাল, আলু, তৈল, লবণ, ডাল, চিরা, গুড়, লাইট ও মোমবাতি প্রদান করা হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম, ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মানোয়ার হোসেন প্রমুখ।


এ সময় ডিমলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত চৌধুরী, জেলা কৃষক দলের আহবায়ক মগ্নী মাসুদুল আলম দুলাল, জেলার স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আজম, সহ-সভাপতি রেদোয়ানুল হক বাবু, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রিপন, বিএনপির দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোস্তাক হোসেন, মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক গোলাম মোস্তফার রঞ্জু, জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবু সুফিয়ান রুমেল, জেলা তাঁতি দলের আহ্বায়ক শাহজাদা মুক্তি‌ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Post a Comment

0 Comments