বাংলাদেশের খেলা কখন জেনে নিন, এশিয়া কাপের সূচি চূড়ান্ত,

Thank you for reading this artecale please sharethis and support my websites to grow further

  :- 



https://www.profitableratecpm.com/qt4yfkpt?key=a6e2128731bc1451dc6459474abf11b6

মো: ফেরদৌসকিবরিয়া (নয়ন) সাংবাদিক :-   

অবশেষে জট খুলে গেল এশিয়া কাপের। ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সভায় এশিয়া কাপের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) বিকালে এসিসির সভাপতি মহসিন নকভি জানান, আগামী ৯-২৮ সেপ্টেম্বর আরব আমিরাতে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে।

পরে রাত ৮টায় এশিয়া কাপের সূচির একটি ছবি টুইটারে পোস্ট করে তিনি খেলার সূচি চূড়ান্ত হওয়ার বিষয়টি জানিয়ে দেন।

কখন কার খেলা সূচিতে দেখে নিন-

আগামী বছর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যে কারণে এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে। ৮টি দল ১৯টি ম্যাচে অংশ নেবে।

এশিয়া কাপে অংশ নেবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা, আফগানিস্তান, ওমান, নেপাল ও আরব আমিরাত।

Post a Comment

0 Comments