একই দিনে ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে নারী ও যুবকের আত্মহত্যা

Thank you for reading this artecale please sharethis and support my websites to grow further


মোঃ ফেরদৌসকিবরিয়া (নয়ন) সম্পাদক ও প্রকাশক :-

নীলফামারীর ডিমলায় একদিনে দুটি অকাল মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে খগাখরিবাড়ি ইউনিয়নে। মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত সময়ের মধ্যে এক নারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান এবং আরেক যুবক আত্মহত্যা করেন।

জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টা ৩০ মিনিটে খগা খরিবাড়ি গ্রামের বাচ্চা মিয়ার স্ত্রী মর্জিনা বেগম (৫৫) নিজ বাড়িতে বিদ্যুৎ স্পর্শে মারা যান। পরিবারের সদস্যরা জানান, হঠাৎ বৈদ্যুতিক তারে হাত লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনার পরপরই তিনি নিস্তেজ হয়ে পড়লে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয়রা, তবে ততক্ষণে মৃত্যু ঘটে। 

অপরদিকে, একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাইকার পাড়া গ্রামের একরামুল হকের ছেলে স্বাধীন হোসেন (২৫) আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পরিবার। সকাল ১১টার দিকে বাড়ির লোকজন দেখতে পান, তিনি নিজ ঘরে রশি দিয়ে গলায় ফাঁস দিয়েছেন। স্থানীয়রা জানান, স্বাধীন ডিমলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। কিছুদিন আগে বিয়ে করে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটে তার। এরপর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং একাকী চলাফেরা করতেন।

খবর পেয়ে ডিমলা থানার এসআই আশরাফুল ইসলামের নেতৃত্বে পুলিশ দুটি স্থানে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে। ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুটি পৃথক ইউডি মামলা রুজু করা হয়েছে এবং মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এই দুই ঘটনা একই দিনে ঘটায় এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা জানিয়েছেন, জনসচেতনতা বাড়ানো ও মানসিক স্বাস্থ্য সেবা সম্প্রসারণ এখন সময়ের দাবি

Post a Comment

0 Comments