ভিয়েতনামে স্লিপার বাস উল্টে নিহত ১০

Thank you for reading this artecale please sharethis and support my websites to grow further

https://www.profitableratecpm.com/qt4yfkpt?key=a6e2128731bc1451dc6459474abf11b6

world news :- 

ভিয়েতনামের মধ্যাঞ্চলে পর্যটকবাহী একটি স্লিপার বাস উল্টে অন্তত ১০ জন নিহত হয়েছেন।  নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে।  এছাড়া আহত হয়েছেন আরও ১২ জন। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে রাজধানী হ্যানয় থেকে মধ্যাঞ্চলীয় শহর দা নাং-এর দিকে যাচ্ছিল বাসটি। পথে হা তিনহ প্রদেশে জাতীয় মহাসড়কে বাসটি রাস্তা থেকে ছিটকে গিয়ে পিলারে আঘাত করে এবং উল্টে যায়। 

সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, নিহত সকলেই ভিয়েতনামের নাগরিক, যাদের মধ্যে দুইজন শিশু। আহত ১২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকেই গুরুতর।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন দা নাং ভ্রমণে যাচ্ছিলেন, যারা স্থানীয় পর্যটক ছিলেন।

Post a Comment

0 Comments