৬০ কিমি বেগে ঝড়, উপকূলে ৩ ফুটের বেশি জলোচ্ছ্বাসের শঙ্কা

https://www.profitableratecpm.com/qt4yfkpt?key=a6e2128731bc1451dc6459474abf11b6 Thank you for reading this artecale please sharethis and support my websites to grow further















মোঃ ফেরদৌসকিবরিয়া (নয়ন) সম্পাদক ও প্রকাশক :-

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিকেল ৪টা থেকে রাত ১টার মধ্যে ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব ও পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদরা এসব জেলার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে। এরই মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে, বিশেষ করে দুর্বল ঘরবাড়ি ও খোলা জায়গায় অবস্থান করা মানুষজনের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, সমুদ্র উপকূলীয় এলাকায়ও বাড়ছে উদ্বেগ। আবহাওয়া অধিদফতরের সামুদ্রিক সতর্ক বার্তায় জানানো হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ (শুক্রবার) বিকেলের মধ্যেই বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। নিম্নচাপ কেন্দ্রের গতিবেগ থাকবে ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বা তার বেশি। এর প্রভাবে উপকূলীয় এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে তিন ফুট পর্যন্ত বেশি উচ্চতার জলোচ্ছ্বাস সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে পটুয়াখালী, বরগুনা, ভোলা, চট্টগ্রাম এবং কক্সবাজার উপকূলবর্তী অঞ্চলগুলোতে পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। জোয়ারের সময় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা থাকায় স্থানীয় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।

Post a Comment

0 Comments