নীলফামারীর ডোমারে বন বিভাগের গাছ রোপণের সময় দুর্বৃত্তের হামলায় বন কর্মকর্তাসহ ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ডোমার রেঞ্জের অধীন ভোগডাবুড়ি ইউপির গোসাইগঞ্জ বন বিটে এ ঘটনাটি ঘটে।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল হাই, গোসাইগঞ্জের বিট কর্মকর্তা রেজাউল করিম, বাগান মালি আবদুল আলীম, ওয়াচার আজিজুল ইসলাম, শ্রমিক জুয়েল রানা ও সোহেল রানা।
এদের মধ্যে রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল হাই গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম হাসপাতালে আহতদের দেখতে যান। এ সময় তিনি বলেন, অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
0 Comments