নীলফামারীতে ঘন কুয়াশায় ফ্লাইট ওঠানামায় বিঘ্ন, সড়কে যানবাহন চলছে ধীরগতিতে

Thank you for reading this artecale please sharethis and support my websites to grow further

মোঃ ফেরদৌসকিবরিয়া (নয়ন) সম্পাদক ও প্রকাশক ঃ- 
 ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কম থাকায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আজ রোববার সকাল থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। সকাল ৯টা পর্যন্ত কোনো ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেনি। এ সময়ের মধ্যে শিডিউল অনুযায়ী সকাল সোয়া ৭টায় অবতরণ করে সোয়া ৮টায় বেসরকারি কোম্পানির ফ্লাইট এয়ার এসট্রা ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করত। ফলে ওই ফ্লাইটের ঢাকাগামী অর্ধ শতাধিক যাত্রী সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়েছে। তবে কোনো ফ্লাইট বাতিলের আশঙ্কা নেই বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এদিকে শনিবার রাত সাড়ে ১০টা থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে উত্তরের জেলা নীলফামারী। এতে দৃষ্টিসীমা কম থাকায় মহাসড়কে ধীরগতিতে যানবাহন চলাচল করেছে। ফলে দূরপাল্লার কোচ ও ট্রাকগুলো নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেনি।

সৈয়দপুর বিমানবন্দরের আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে বিমানবন্দর এলাকা। সকাল ৯টায় সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে দৃষ্টিসীমা ছিল মাত্র ৫০ মিটার। ফলে সাময়িক ভাবে ফ্লাইট উঠানামা বন্ধ রয়েছে। ঘন কুয়াশা কেটে গিয়ে প্রয়োজনীয় দৃষ্টিসীমার আওতায় এলে স্বাভাবিক হবে ফ্লাইট চলাচল।’

তিনি আরও বলেন, ‘এ অঞ্চলের তাপমাত্রা বেড়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে বাতাসের বেগ না থাকায় ঘন কুয়াশা কেটে যেতে দুপুর ১২টা পর্যন্ত সময় লাগতে পারে।’

Post a Comment

0 Comments